জননী শেখর আঙ্গনের শিশু ও জলবায়ু কর্মসূচির প্রোগ্রাম প্রধান। তাঁর কাজ হল জলবায়ু কর্মসূচির কেন্দ্রভাগে বিপন্ন শিশুদের নিয়ে আসা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে উৎসাহিত করা যাতে তারা নিজেদের কাজে শিশুকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে। আঙ্গনে যোগদানের আগে জননী 13 বছরেরও বেশি সময় ধরে কর্পোরেট মার্জার এবং অধিগ্রহণ আইনজীবী হিসেবে কাজ করেছেন।