নীলা সালডানহা

নীলা সালডানহা-Image

নীলা সালডানহা ইয়েল রিসার্চ ইনিশিয়েটিভ অন ইনোভেশন অ্যান্ড স্কেল (Y-RISE) এর নির্বাহী পরিচালক । পূর্বে, তিনি অশোকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (CSBC) এর প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। নীলা ফোর্বস ম্যাগাজিনের 10 জন আচরণগত বিজ্ঞানীদের তালিকার অংশ ছিলেন । তাঁর কাজ হার্ভার্ড বিজনেস রিভিউ , বিহেভিয়ারাল সায়েন্টিস্ট, এপলিটিক্যাল, নেচার হিউমান বিহেভিয়ার এবং দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ- এ প্রকাশিত হয়েছে । তিনি দ্য ওয়ার্টন স্কুল থেকে মার্কেটিংয়ে পিএইচডি করেছেন এবং আইআইএম কলকাতা থেকে এমবিএ করেছেন।


Articles by নীলা সালডানহা



ডিসেম্বর 16, 2022
শিরোনাম: আচরণ পরিবর্তনে আচারের গুরুত্ব
প্রায়শই আচার-অনুষ্ঠানকে বায়োমেডিকাল চর্চার সরাসরি বিপরীত, নিছক কুসংস্কার হিসাবে দেখা হয়।এখানে জানা যাবে এই ধারণাটি কেন ভুল।
Load More